নারায়ণগঞ্জ জেলার ভিক্টোরিয়া হাসপাতাল সংলগ্ন এলাকার ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল (বিক্রয়ের জন্য নয়) ওষুধ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে পরিচালিত তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা যাতে ন্যায্য মূল্যে ওষুধ পায় এবং চিকিৎসা সেবা ব্যাহত না হয়, সে লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহীন মেডিকেল হলে ফ্রিজে সংরক্ষিত অবস্থায় ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদহীন অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন পাওয়া যায়। এছাড়া মোড়কে মেয়াদ উল্লেখ থাকলেও ভেতরে মেয়াদহীন ওষুধ মজুতের প্রমাণ মেলে।
অন্যদিকে হাসপাতাল সংলগ্ন সাহা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ইনসুলিনসহ আরও কিছু ওষুধ পাওয়া যায়।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাহীন মেডিকেলকে ২০ হাজার টাকা ও সাহা ফার্মেসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
হৃদয় রঞ্জন বণিক বলেন, ‘হাসপাতাল সংলগ্ন ফার্মেসিগুলো রোগীদের আস্থার জায়গা। এখানে মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ ওষুধ বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ