নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী আবদুল জব্বার বলেছেন, ‘ছাত্র-জনতার প্রত্যাশা ছিল ফ্যাসিস্টের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে পুনরায় ফ্যাসিজম ফিরে আসার পথ রুদ্ধ করা হবে। কিন্তু বছর না ঘুরতেই জাতি হতাশ হল। জাতির সামনে ফ্যাসিজমের প্রেতাত্মা যেন নতুন রূপে আত্মপ্রকাশ পেতে থাকল। চাঁদবাজি, দুর্নীতি ও রাজনৈতিক হত্যাকাণ্ড আবার ভয়ানক আকারে সমাজে ছড়িয়ে পড়ল। যখন জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া প্রয়োজন, তখন নতুন করে শুরু হয়েছে সেই পুরোনো বস্তাপঁচা বয়ান।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা আমীর মুমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইকবাল হোসাইন ভূইয়া, মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম মহানগরী সেক্রেটারি মানোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।
সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি উপস্থিত ছিলেন।
সভায় আবদুল জব্বার আরও বলেন, ‘আমরা ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে এভাবে বসতে পারিনি।ফ্যাসিস্ট সরকার পালিয়েছে, কোনো না কোনোভাবে সাংবাদিকরা বৈষম্যের শিকার হয়েছে। তারা সাদাকে সাদা, কালোকে কালো বলার সুযোগ পায়নি। সময় এসেছে একসঙ্গে কাজ করার।’
তিনি বলেন, ‘ইনসাফের ভিত্তিতে বৈষম্যমুক্ত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ জামায়াতের ৫ দফা গণ দাবি মেনে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।’
কেকে/ এমএ