কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এলাকায় এক লাখ ২২ হাজার ৫৫ শিশু-কিশোর পাবে টাইফয়েড টিকা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) কুসিকের অতিন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কর্পোরেশনের টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মারিয়া পারভীন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক হতে নবম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রী, পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির নয় মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের বিনা মূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা এক লাখ ২২ হাজার ৫৫ জন। যার মাঝে প্রাক-প্রাথমিক হতে নবম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্রছাত্রী ৮৮ হাজার ৫৫৬ জন। পরবর্তী আট দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশু/কিশোর-কিশোরীদের টিকা দেওয়া হবে। যা সংখ্যা ৩৩ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত ৪২ হাজার ১৯৫ জন টিকার রেজিস্ট্রেশন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুসিকের স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা আবু সায়েম ভূঁইয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার চন্দনা রানী।
কেকে/ এমএ