বাগেরহাটে আগামী রোববার (১২ অক্টোবর) থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। উপকূলীয় এই জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ স মো মাহবুবুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামান ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিয়াসাত আজিম রাতুল উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে রিয়াসাত আজিম রাতুল বলেন, ‘টাইফয়েড একটি পানিবাহিত রোগ। যেসব এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে এবং ঘনবসতিপূর্ণ- সেসব এলাকায় এই রোগের প্রকোপ বেশি। এ কারণে বাগেরহাট টাইফয়েড রোগের জন্য বেশি ঝুঁকিপূর্ণ অঞ্চল।’
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাগেরহাটে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। জেলায় মোট ৪ লাখ ১১ হাজার ৩৮১ জন শিশুকে টিকা দিবে স্বাস্থ্য বিভাগ। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট এক হাজার ৮৫৮ টিকা কেন্দ্রে এবং দুই হাজার ২২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ১২ অক্টোবর থেকে ১৮ কর্মদিবস টিকা দেওয়া হবে।
সবাইকে এই টিকা গ্রহণের জন্য আহ্বান জানান রিয়াসাত আজিম রাতুল।
কেকে/ এমএ