সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধাস হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে রাউজান প্রেস ক্লাব।
সোমবার (৬ অক্টোবর) বিকালে রাউজান উপজেলা সদরের জলিল নগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন ও আমির হামজা, অর্থ সস্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।
সভায় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘একের পর এক গণমাধ্যমকর্মীদের উপর যেভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে, তাতে করে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকি বাড়ছে।’
সভায় বক্তারা হোসাইন জিয়াদ ও মো. পারভেজের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
কেকে/ এমএ