ইসলামী ব্যাংক বাংলাদেশে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা শহরে ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জেলা বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, মোমিন বাদশা মিরাজ, মহিবুলা অন্তর, গ্রাহক ফোরামের সদস্য জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারের দোষর এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে একটি বিশেষ অঞ্চলের বিপুল সংখ্যক অদক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়।’
এস আলম গ্রুপের ওই অবৈধ নিয়োগ দ্রুত বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান তারা।
কেকে/ এমএ