জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৫-২৬ আসরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির কৃতি সন্তান মারুফ মৃধ্যার দুর্দান্ত বোলিংয়ে ৯৬ রানের বিশাল জয় পেয়েছে ঢাকা মেট্রো।
শনিবার (৪ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বরিশাল বনাম ঢাকা মেট্রোর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। দলের পক্ষে ব্যাটসম্যানদের ঝড়ো ইনিংসের পাশাপাশি দারুণ ফিনিশিংয়ে বড় স্কোর পায় দলটি।
১৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বরিশাল। ঢাকা মেট্রোর বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। ফলে ঢাকা মেট্রো ম্যাচটি ৯৬ রানের বড় ব্যবধানে জিতে নেয়।
এই ম্যাচে মারুফ মৃধ্যা বল হাতে ছিলেন অনবদ্য। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেন তিনি। তার দাপুটে বোলিংয়ে বরিশালের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। মারুফ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও ইউনিয়নের আকবর মৃধ্যার ছেলে।
কেকে/ আরআই