সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠিত ‘বিগ টিকেট’ লটারিতে গ্র্যান্ড প্রাইজের ২ কোটি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকা জিতেছেন বাংলাদেশী এক ট্যাক্সিচালক।
লটারি জিতে কোটিপতি বনে যাওয়া প্রবাসী বাংলাদেশির নাম হারুন সরদার।
শুক্রবার (৩ অক্টোবর) খালিজ টাইমসের সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র অনুষ্ঠিত হয়েছে । আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে ৪৪ বছর বয়সী হারুন সরদার নুর নবী সরদারের।
গত ১৪ সেপ্টেম্বর ০৩৫৩৫০ নম্বরের বিজয়ী টিকিটটি কিনেছিলেন হারুন সরদার।
বিগ টিকেটে’ সেপ্টেম্বরের গ্র্যান্ড প্রাইজের ২ কোটি দিরহাম জিতেছেন তিনি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ৬৬ কোটি টাকা। ১০ জন মিলে ওই টিকেট কিনেছিলেন।
অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক, রিচার্ড এবং বাউচরা, লাইভ ড্র চলাকালীন জীবন বদলে দেওয়ার খবরটি দেওয়ার জন্য সোনালী ফোনে হারুনকে ফোন করেন, তখন হারুন অবাক হয়ে যান।
খবরটি পাওয়ার পর, ভাগ্যবান বিজয়ী হারুন "ঠিক আছে, ঠিক আছে" ছাড়া আর কিছুই বলতে পারেননি।
২০০৯ সালে আরব আমিরাত যান হারুন। ১৫ বছর ধরে শারজায় থাকছেন। সেখানে ট্যাক্সি চালান।
ওই বাংলাদেশি ছাড়াও ‘বিগ টিকেট’ লটারিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের চারজন প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন।
শারজাহতে আরেক প্রবাসী বাংলাদেশি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। ‘বিগ উইন কনটেস্ট’ এ ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী দেড় লাখ দিরহাম, ১ লাখ ১০ হাজার দিরহাম ও ৮৫ হাজার দিরহাম জিতেছেন।
অক্টোবরের গ্রান্ড প্রাইজ আড়াই কোটি দিরহাম কার ভাগ্যে রয়েছে, সেটি জানা যাবে ৩ নভেম্বর। সেদিন ওই লটারির ড্র হবে। গ্রান্ড প্রাইজ ছাড়াও প্রতি সপ্তাহে পাঁচজনের প্রত্যেকে পাবেন ২৪ ক্যারেটের আড়াইশ গ্রাম সোনার বার।
কেকে/বি