ইসরায়েলি নৌ-বাহিনীর অবৈধ অভিযানে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অন গাজা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক জলসীমায় আটক কর্মীদের মুখোমুখি হয়ে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেনগভির তাদের ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করেন। বিবৃতিতে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেনগভিরের মন্তব্যেরও তীব্র নিন্দা জানান তারা।
কমিটির পক্ষ থেকে এক্স-এ দেয়া বিবৃতিতে বলা হয়, গণহত্যার দায়ীদের কাছ থেকে এর চেয়ে আলাদা কিছু প্রত্যাশা করার নেই। তারা তাদের মন্ত্রীকে পাঠিয়েছেন, যিনি দেহরক্ষীদের নিরাপত্তা বলয়ে থেকে বিশ্বজুড়ে ৫০টি দেশের শান্তিকামী কর্মীদের সামনে দাঁড়িয়ে উদ্ধত আচরণ করছেন।
সংগঠনটি আরও জানায়, আটক কর্মীরা অহিংস উপায়ে প্রতিবাদ-প্রতিরোধের অংশ হিসেবে অনশন চালিয়ে যাচ্ছে। তারা আন্তর্জাতিক আইন অমান্য না করে শুধুমাত্র শান্তিপূর্ণ উপায়ে গাজার ওপর আরোপিত ইসরায়েলি অন্যায্য অবরোধ ভাঙতে মানবিক পদক্ষেপ নিয়েছিল।
কেকে/ আরআই