ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এবার ৫০ বছর পর ব্যতিক্রমী আয়োজন ও জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। এবারের পূজাকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা গেছে গভীর আনন্দ ও উৎসাহ। উপজেলায় ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৪১টি পূজামণ্ডব স্থাপন করা হয়।
এ বছর দুর্গাপূজার আয়োজন ছিল আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল। বিশেষ করে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠন মণ্ডবগুলোতে সরাসরি দায়িত্ব পালন করে।
বাঞ্ছারামপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্যামল সূত্রধর জানান, যেকোন বছরের তুলনায় এবার আমরা ব্যাপক আনন্দ ও উৎসাহের মধ্যদিয়ে সবগুলো মণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন করেছি।
এ বিষয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রতন সাহা বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব সফল করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা পেয়েছি। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রাজনৈতিক দলগুলোর নেতারা আর্থিক অনুদান ও সহায়তা দিয়েছেন। কোনে চাঁদাবাজি হয়নি। উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাবেক এমপি এমএ খালেক পিএসসি, ভিপি মুছাসহ সকল নেতাকর্মীরা আমাদের নিশ্চিন্তে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে।
কেকে/ আরআই