আজ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের শিরোনামগুলো দৈনিক খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. ‘শাপলা প্রতীকে’ অটল এনসিপি, তালিকা থেকে প্রতীক চাইতে বললো ইসি
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন পরিচালনার বিধিমালায় না থাকায় দলের পক্ষ থেকে পছন্দের তালিকায় রাখা প্রথম প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠিতে ইসি জানায়, ‘জাতীয় নাগরিক পার্টি’ নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। দলটির আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। তবে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীকটি বর্তমানে অন্তর্ভুক্ত নেই।
২. জানুয়ারিতে চালু হতে পারে নতুন পে স্কেল
পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা নয়, অবিলম্বে নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় অন্তর্বর্তী সরকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে-স্কেল ২০২৬ সালের শুরু থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।
৩. চোখের জলে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গাপূজা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে চোখের জলে দেবীদুর্গাকে বিসর্জন দিচ্ছেন ভক্তরা।
বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার সদরঘাট এলাকার বীণা স্মৃতি স্নানঘাটে ধানমন্ডি থানার দুর্গামন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিসর্জন কার্যক্রম শুরু হয়। এ ছাড়া পল্টন বদির স্কুলে আয়োজিত পূজামণ্ডপের বিসর্জন হয় বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে।
সরেজমিন দেখা যায়, ঢাকা মহানগর পূজা উদ্যাপন কমিটির উদ্যোগে সদরঘাট টার্মিনালের পাশে বীণা স্মৃতি স্নানঘাটে অস্থায়ী বিসর্জন মঞ্চ তৈরি করা হয়েছে। পাশে পুলিশের কন্ট্রোল রুম। ঘাট এলাকা ও বুড়িগঙ্গার তীরজুড়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
৪. জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত ২
তরুণ প্রজেন্মর (জেন জি) সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই বিক্ষোভকারী।
বুধবার জনস্বাস্থ্য ও শিক্ষা খাত সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভ সহিংসতায় উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েক জন আহত হন।
ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত ২৮ সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেছে তরুণ প্রজন্ম। জেনজি-২১২ নামের একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংগঠক। তরুণ-তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েক দিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চলাচ্ছে জেনজি-২১২।
৫. যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে নিহত ২
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইহুদি উপাসনালয়ে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের অবস্থা গুরুতর। ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন ইয়ম কিপুরে উাপসনালয়ে এই হামলার ঘটনা ঘটল।
স্থানীয় পুলিশ জানায়, শহরের উত্তরাঞ্চলের ক্রাম্পসলে ঘটনার পরপরই তাদের জানানো হয়। সেখানে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে পুলিশ সদস্যরা। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।
৬. গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ‘ক্যাপ্টেন নিকোস’ নৌযানকে স্থানীয় সময় বিকাল ৫টা ২২ মিনিটে ইসরায়েলি বাহিনী আটক করে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজই আটক করেছে ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ-অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।’
ইসরায়েলি মন্ত্রণালয় দাবি করেছে, ‘সব যাত্রী নিরাপদে ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’ মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘আরেকটি জাহাজ রয়েছে। সেই জাহাজ যদি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও আটক করা হবে।’ ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি।
৭. রাতেই উপকূল অতিক্রম করবে ‘সাধারণ ঘূর্ণিঝড়’
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি সাধারণ ঘূর্ণিঝড় (জেটিডব্লিউসি/১মিনিট স্থিতি) অবস্থান করছে। তবে ৩ মিনিটের স্থিতিতে এটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। বর্তমানে এটি অতি গভীর নিম্নচাপ হিসেবে রয়েছে, যা প্রায় ‘সাধারণ ঘূর্ণিঝড়’ মাত্রার কাছাকাছি অবস্থা।
বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।
বিডব্লিউওটি জানায়, এই সিস্টেমটি আরো উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূলের কাছাকাছি চলে আসায় এটির আর শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা নেই। বরং এখন থেকে এটি ক্রমান্বয়ে দুর্বল হতে শুরু করবে।
৮. আজ বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ
এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারানোর কয়েক দিনের মধ্যে আবারো সেই একই প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বৃহস্পতিবার শারজায় শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এই লড়াইয়ে বাংলাদেশ ভিন্ন মিশনে নামবে তাতে সন্দেহ নেই। মুখোমুখি লড়াইয়ে আফগানরা একটু হলেও এগিয়ে। জাকের আলীর দলের লক্ষ্য হবে হেড-টু হেডে সমতা ফেরানো। এখন পর্যন্ত ১৩টি- টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। আফগানিস্তান জিতেছে ৭টিতে, বাংলাদেশ জিতেছে ৬টি।
কেকে/ আরআই