বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (রেজা) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আইবি মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব এ মিলাদ মাহফিলেল আয়োজন করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো. নুর ইসলাম তুষারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এ মিলাদে সকলের উপস্থিতি কামনা করা হয় এবং একইসঙ্গে ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করা হবে জানানো হয়।
কেকে/এজে