আজ বুধবার, ৩ ডিসেম্বর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদের চুম্বকাংশ খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিতে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। এতে যারা বয়সসীমার কারণে আবেদন করতে পারছিল না, তারা এখন আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত বয়সের দিকে অভিভাবকদের নজর রাখতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (৩ ডিসেম্বর) মাউশির জরুরি বিজ্ঞপ্তিতে স্কুলে ভর্তির নীতিমালা সংশোধনের বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
ভর্তির সংশোধিত এ নীতিামালায় ‘পরবর্তী শ্রেণিগুলোতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে’ অংশটি বাদ দেওয়া হয়েছে। ফলে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বয়সসীমা আর থাকছে না।
মাউশির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনলাইন আবেদন চলমান। শিক্ষা মন্ত্রণালয় গত ১৩ নভেম্বর শিক্ষার্থী ভর্তির যে নীতিমালা প্রকাশ করেছিল, তার অনুচ্ছেদ-২ -এ থাকা বয়স নির্ধারণ অংশে পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত নীতিমালা বয়স নির্ধারণ অংশ বলা হয়, ‘জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাক্সিক্ষত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। যেমন, ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়সসীমা সর্বনিম্ন ৫ বছর হবে অর্থাৎ, সর্বনিম্ন জন্ম তারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। সর্বোচ্চ বয়সসীমা ৭ বছর পর্যন্ত অর্থাৎ, জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।
২. সংসদ নির্বাচন-কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মো. ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল বুধবার রিটটি দায়ের করেন।
বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মো. ইয়ারুল ইসলাম।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন গত শনিবার বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হলো।
৩. রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল চায় এনসিপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি সংকট উত্তরণের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা নির্বাচন কমিশনকে বলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের এ কথা বলেন।
৪. জামায়াতের ওষুধ হলো আ.লীগ : মির্জা আব্বাস
বাংলাদেশ জামায়াত ইসলামীকে আওয়ামী লীগের মতোই রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল বুধবার রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।
তিনি বলেন, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে বোকাও নয়। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া চান।
৫. সরকারকে না জানিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার দোহাই দিয়ে পূর্বঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এক লাফে লিটারে ৯ টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরকারের কঠোর নজরদারি না থাকায় ব্যবসায়ীরা
নিয়মবহির্ভূতভাবে বাজার নিয়ন্ত্রণ করছে এমনটাই মনে করছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে নীতিনির্ধারক মহলও। সরকারকে না জানিয়ে এভাবে মূল্য বাড়ানো আইনবহির্ভূত ও চরম কূটকৌশল বলে অভিযোগ ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের। বাণিজ্য মন্ত্রণালয়েরও দাবি তাদের সম্মতি ছাড়াই ব্যবসায়ীরা সম্মিলিতভাবে বাজারে নতুন দাম নির্ধারণ করেছে। এতে আবারও প্রশ্ন উঠেছে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার কতটা কার্যকর ও অসহায় ব্যবসায়ীদের কাছে।
বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রূপচাঁদা, তীর, পুষ্টি, ফ্রেশসহ প্রায় সব ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বাড়তি দরে বিক্রি হচ্ছে। বাজারে নতুন করে যে পাঁচ লিটারের বোতল এসেছে, তা বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়; যেখানে আগের দাম ছিল ৯২০ টাকা। বোতলের গায়ে যদিও ৯২২ টাকা মূল্য মুদ্রিত, অনেক দোকানেই নতুন মূল্য অনুযায়ী ৯৬৫ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৮ টাকা, যা এতদিন ১৮৯ টাকায় বিক্রি হতো। তবে এক ও দুই লিটারের নতুন দামের বোতল সব দোকানে এখনো পর্যাপ্ত সরবরাহ হয়নি, ফলে বাজারে দামে অস্থিরতা দেখা দিয়েছে।
৬. রাশিয়ার তেলের পাইপলাইন লক্ষ্য করে ইউক্রেনের হামলা
রাশিয়ার মধ্যাঞ্চলীয় তামবভ এলাকায় দ্রুজবা তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআর-এর এক সূত্র বুধবার এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সূত্র মতে, হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় রাশিয়ার তেল সরবরাহকারী এই পাইপলাইনে এটি ইউক্রেনের পঞ্চম হামলা। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর অধিকাংশ ইউরোপীয় ইউনিয়ন দেশ রুশ জ্বালানি আমদানি বন্ধ করলেও হাঙ্গেরি ও স্লোভাকিয়া এখনো রাশিয়া থেকে জ্বালানি নিচ্ছে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার হামলায় রিমোট কন্ট্রোল বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তবে স্লোভাক পাইপলাইন অপারেটর এবং হাঙ্গেরির তেল-গ্যাস কোম্পানি এমওএল জানিয়েছে, বুধবারের ঘটনার পরও দ্রুজবা পাইপলাইনে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
৭. পাকিস্তানে পুলিশের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নিহত ৩
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর।
দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী এ অঞ্চলে বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুল আলম, কনস্টেবল রফিক এবং পুলিশ ভ্যানের চালক শাকি জান। ঘটনার পরপরই পানিয়ালা ডিএসপি, স্থানীয় থানার ওসি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
দেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার (ডিপিও) সাজ্জাদ আহমাদ সাহেবজাদা এক বিবৃতিতে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এটি এক কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ।
৮. ৯০ রানের টার্গেটেও হারল বাংলাদেশের মেয়েরা
লক্ষ্য ছিল ৯০ রানেরও কম। অথচ এত কম রানও তাড়া করতে পারেনি। জয়ের লক্ষ্যে উইকেটে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফলে হেরেই যেতে হলো তাদেরকে।
কক্সবাজার একাডেমি মাঠে বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ১৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৭৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
আগে ব্যাটিং করা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ও ওপেনার ইমা নাসির। ৪১ বলের ইনিংসে ১টি চার মারেন তিনি। এ ছাড়া একটি করে চার-ছক্কায় ২৩ বলে ২২ রান করেন আরিশা আনসারি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন জারিন তাসমিন লাবণ্য।
রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় তারা। তবে নির্জনা মণ্ডল ও সাদিয়া আক্তার কিছুটা লড়াই করেন। ২০ রান করেন নির্জনা ও সাদিয়ার ব্যাট থেকে আসে ১৬ রান।
কেকে/ এমএস