রংপুরের পীরগাছা উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন লিটন (৪৫) এবং ৪ নম্বর অন্নদানগর ইউনিয়ন ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে পীরগাছা বাজার থেকে মোশাররফ হোসেন লিটন এবং রাত ৩ টার দিকে নিজ বাড়ি থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোশাররফ হোসেন লিটন উপজেলার অনন্তরাম গ্রামের আলহাজ্ব বেলায়েত হোসেনের ছেলে। আর কামাল হোসেন অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ জানান, গ্রেফতারকৃত মোশারফ হোসেন লিটন ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
ইউপি সদস্য কামাল হোসেন নাশকতার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
দু’জনেই সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে
বলেন, গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
আইনগত ব্যবস্থার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/বি