সাভার ও আশুলিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২১৪টি পূজামণ্ডপে চলছে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন। হিন্দু সম্প্রদায়ের এই প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্নভাবে সহযোগিতা করছে।
এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।
বুধবার (১ অক্টোবর) ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান।
এ সময় তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে জনাব তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি এবং সেই সঙ্গে আর্থিক সহযোগিতাসহ ৩১ দফার লিফলেট বিতরণ অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ধর্ম যার যার কিন্তু দেশটা সবার। এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
কেকে/ আরআই