নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নবী হোসেন (৩২) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কাঁঠাল তলায় এ ঘটনা ঘটে।
নিহত নবী হোসেন একই উপজেলার উচিতপুরা ইউনিয়নের পশ্চিম আগুয়ান্দি এলাকার লুক্কু মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার গভীর রাতে বিশনন্দীর ইলিয়াস ইলিয়াস নামের এক ব্যাক্তির বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এতে ইলিয়াসের স্ত্রী কুলসুম (৩৮), ছেলে নাঈম, ভাই আবুল এবং প্রতিবেশী ফারুক আহত হন।
তিনি আরো জানান, স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশেপাশের লোকজনকে জড়ো করে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা নবী হোসেন নামে এক ডাকাতকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
কেকে/ এমএস