পিরোজপুরের কাউখালীর ৮ম চীন বাংলাদেশ মৈত্রী (বেকুটিয়া) সেতুতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর রেলিং এর ব্যাপক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর বেকুটিয়া অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বরিশাল থেকে একটি খালি পিকআপ পিরোজপুর যাবার পথে ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুর বেকুটিয়া এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙ্গে সেতুর বাম পাশের রেলিংয়ে ধাক্কা খায়। এতে সেতুর প্রায় ৫০ফুট রেলিং ভেংগে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সড়ক ও জনপথ বিভাগ তাৎক্ষণিক সেতুর রেলিং সাময়িক মেরামতের জন্য কাজ শুরু করেছে।
এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কাউখালী উপ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু বলেন, ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুর রেলিং ভাঙ্গার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা তাৎক্ষণিক সেতুর ভেঙ্গে যাওয়া রেলিং সাময়িক মেরামতের জন্য কাজ শুরু করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, ৮ম চীন বাংলাদেশ মৈত্রী (বেকুটিয়া) সেতুতে পিক-আপ ভ্যান দুর্ঘটানায় সেতুর রেলিং ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পিক-আপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
কেকে/এআর