চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ২:২১ পিএম

ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ মানিককে (২৮) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, জিআর ৩৯৪/১৪ নাম্বার মামলায় আদালত মানিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে দামুড়হুদা মডেল থানা পুলিশের জালে ধরা পড়েন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) হুমায়ুন কবির জানান, সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এআর