‘জরাজীর্ণ ঘরে ফিরোজা বেগমের মানবেতর জীবন’ শিরোনামে রোববার (২৮ সেপ্টেম্বর) দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশের পর ফিরোজা বেগমের পাশে দাঁড়িয়েছে সখীপুর উপজেলা প্রশাসন।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের ৭৩ বছরের বিধবা ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাঙা মাটির ঘরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন। নেই টিউবওয়েল, নেই শৌচাগার, নেই বয়স্ক ভাতার সুবিধা। এমনকি তিন বেলা খাবারের নিশ্চয়তাও ছিল না তার জীবনে।
সোমবার বিকালে (২৯ সেপ্টেম্বর) ফিরোজা বেগমের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি।
এ সময় তিনি সরকারি তহবিল থেকে নতুন ঘর নির্মাণের জন্য টিন, খাদ্যসামগ্রী, বিদ্যুৎ সংযোগ ও নগদ ৯ হাজার টাকার চেক দেন।
এ ছাড়া, স্থানীয় ওয়ার্ড সদস্য মামুন ও সাইফুল ইসলাম নগদ ১০ হাজার টাকা ও কাঠ দিয়ে ঘর নির্মাণে সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সখীপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি মামুন হায়দার, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদার বাবুল।
কেকে/ এমএ