বিদ্যমান সার নীতিমালা বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নাটোর জেলা ইউনিট।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় এসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএফএ নাটোর জেলা ইউনিটের সভাপতি আব্দুস সালাম।
তিনি বলেন, ‘সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে বর্তমান সরকার সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার পরিকল্পনা করছে। প্রশ্ন হল- সিন্ডিকেটটা আসলে কি? সরকার নিজেই সার ডিলারদের মাধ্যমে সার কৃষকদের কাছে সরবরাহ করে। দীর্ঘদিন ব্যবসায় পরিচালনার জন্য ডিলারদের বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী পড়ে আছে।’
এছাড়া ডিলারদের কমিশন বৃদ্ধি, বিদ্যমান ডিলারশিপ বহাল রাখা, ইউরিয়া সারের দাম বাড়ানোর দাবি জানান তিনি।
এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনার পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আব্দুস সালাম।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএ