শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নীলফামারী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় কালিমাতা মন্দির থেকে তিনি পরিদর্শন শুরু করেন।
সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্ট আহবায়ক প্রবীর গুহ মিন্টু, কেন্দ্রীয় কালিমাতা মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ-সভাপতি অলোকেশ ভৌমিক ঝন্টু, সদস্য সুমন চক্রবর্তী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি নীলফামারীর গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি সেখান থেকে মিলন পল্লী, বড়বাজার, ডালপট্টী, শিবমন্দির, বিষ্ণুমন্দির সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, সদস্য জাহায্গীর আলম সেপু, আনিছুর রহমান কোকো, মিলন পল্লী সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সদস্য গোপাল দাস, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আহবায়ক হেরম্ব কুমার রায়সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেকে/ আরআই