ঢাকার সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা হতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার জামগড়া প্রাইমারি স্কুল এবং বটতলা রুপায়ন, জামগড়া এলাকায় পরিচালিত পাঁচটি পৃথক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জামগড়া আর্মি ক্যাম্প পরিচালিত অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়াসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুইজনের নামেই অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতর হচ্ছে- ইয়ার হোসেন (২০), সোনা মিয়া (৪৫), আশরাফুল (৩৫), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭) ও আকাশ (১৮)।
গ্রেফতারকৃতদের জবানবন্দি মোতাবেক জানা যায়, তারা সকলে অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসায় ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত।
আটককৃতদেরসহ উদ্ধারকৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গাজা, মোবাইল ও অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে জামগড়া আর্মি ক্যাম।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ১৬ টি, কাঁচি ও ধারালো অস্ত্র ৫ টি, গাজা ৫ পট, অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন ৮টি, মোবাইল সিম ৪৮ টি উদ্ধার করা হয়।
তাদের গ্রেফতার করায় জামগড়া এলাকার জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।
বলে রাখা ভাল, দীর্ঘদিন ধরে কুখ্যাত কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্য এবং কিছু মাদক ব্যবসায়ী আশুলিয়ার জামগড়া, ভাদাইল, রূপায়ন এলাকাতে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে অভিযোগ করলেও অপরাধীরা এত দিন ধরা-ছোঁয়ার বাইরে ছিল। সাম্প্রতি একাধিক ব্যক্তিকে মারধর, অত্যাচার, প্রাণনাশের হুমকিসহ নানা তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্প বিষয়টি নজরে আনে।
কেকে/ এমএ