চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাইয়ের বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।
এ সময় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক-ই-আজম সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন করতে পূজা কমিটির নেতাদের দিকনির্দেশনা দেন।
এ সময় আগামী সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফারুক-ই-আজম বলেন, ‘নির্বাচন করার জন্য সবাই অগ্রীব হয়ে আছে। সেখানে চিন্তার কোন কারণ নেই। জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আগামীর নির্বাচিত সরকার চমৎকার একটি বাংলাদেশ তৈরি করবে। আগের মত নির্বাচন আর হবে না। সম্মিলিতভাবে দেশ গঠন করা হবে।’
কেকে/ এমএ