ভূঞাপুরে ভেজাল কালোজিরা জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৪ পিএম

ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় লাল তিলে কেমিক্যাল মিশিয়ে রোদে শুকিয়ে কালোজিরা বলে সরবরাহ অপরাধে প্রায় ৬০ মণ ভেজাল কালোজিরা জব্দ ও বিনষ্ট করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ী হাসমত আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রোমেল অভিযান চালিয়ে এ পদক্ষেপ গ্রহণ করেন।
অভিযানে উপজেলার শিয়ালকোল হাট এলাকায় একটি গুদাম থেকে ৪০ মণ ও হাটের মাঠে শুকানো অবস্থায় ২০ মণ তিল উদ্ধার করা হয়।
প্রাপ্ত তথ্য মতে, উপজেলার ভারই গ্রামের বানিচ উদ্দিনের ছেলে হাসমত আলী বিভিন্ন ধরনের খাদ্য শস্য হাট বাজার থেকে কিনে পাইকারি বিক্রি করার আড়ালে দেশের বিভিন্ন অসাদু ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে তিল কিনে তাতে কালো রঙ মিশিয়ে ভালো করে রোদে শুকিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এসব কালিজিরা মসলার সাথে মিশালে বেশী লাভ পাওয়া যায় বলে জানান হাসমত আলী।
এই রঙ মেশানো অবস্থায় রোদে শুকাতে দেখে এলাকাবাসী স্থানীয় গণমাধ্যম কর্মীদের খবর দেয়। গণমাধ্যম কর্মীরা স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেলের সাথে যোগাযোগ করলে তিনি অভিযান চালিয়ে রঙ মেশানো তিল উদ্ধার করে। পরে ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ওই তিল আগুনে পুড়িয়ে শিয়ালকোল হাটের খালে ফেলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম ও যৌথ বাহিনীর সদস্যরা, জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
আসাদুজ্জামান রুমেল বলেন, এই ধরণের অসাদু ব্যবসয়ীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এমএ