পার্বত্য ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে বান্দরবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর ) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শারমিন জাহান পার্বত্য এলাকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশন করতে উপস্থিত বিভিন্ন অতিথিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে কি কি সুবিধা বাড়বে সেটি নিয়ে আলোকপাত করেন।
এসময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) শারমিন জাহান আরো বলেন, তিন পার্বত্য জেলার ভূমি আইন সমতলের মত নয়, এখানকার ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতির কারণে ভূমি ব্যবস্থ্যায় রয়েছে নানা সমস্যা। আর এই সমস্যা নিরসন করে ভূমি ব্যাবস্থপনায় আরো স্বচ্ছতা,জবাবদিহিতা ও দ্রুত সময়ে কাজ বিভিন্ন নামজারি, দলিল তৈরি, খাজনা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডে ডিজিটাইজেশন করতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এস.এম.মনজুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন মৌজার হেডম্যান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর