শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫,
১৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
শিরোনাম: কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড      নির্বাচনি কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি      শুক্রবার থেকে টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু      বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৪৪      দুদকের সামনে ককটেল বিস্ফোরণ      বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      
খেলাধুলা
এশিয়া কাপে ফিনিশিংয়ে ব্যর্থ শামীম-জাকের জুটি
আমিনুল হক খোকন, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফিনিশিংয়ের ব্যর্থতায় তীরে এসে তরী ডুবানোর নাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পঞ্চপান্ডব বিহীন বাংলাদেশ দল ফিনিশিংয়ে ধুঁকছে নিয়মিত। এক সময়ে নিয়মিত ফিনিশার আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের টি-টুয়েন্টি দলে অনুপস্থিতে বর্তমানে ফিনিশিংয়ের দায়িত্ব শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিকের কাঁধেই ছিল। দুইজনেই এবারের এশিয়া কাপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫’-এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছিল। বাংলাদেশের স্কোয়াডে ফিনিশারের ভূমিকায় শামীম পাটোয়ারী ও উইকেটে জাকের আলী অনিক ছিলেন শেষ ভরসা। 

এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব ও সুপার ফোরে মিলিয়ে বাংলাদেশ মোট ৬ ম্যাচ খেলেছে। ফিনিশারের ভূমিকায় শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিক নিয়মিত একাদশে ছিলেন। এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারী ৫ ইনিংস ব্যাটিং করেই ৮৫ বল মোকাবেলায় ৯৭ রান করেছেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ব্যাট হাতে নামেননি, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে তিন চার ও এক ছক্কার সাহায্যে ৪২ রান, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১১ বলে দুই চারের সাহায্যে ১১ রান করেন।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ বলে দুই চারের সাহায্যে ১৪ রান, দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩ বলে ০ রান ও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৫ বলের মোকাবেলায় দুই ছক্কার সাহায্যে ৩০ রান করেন। ৬ ম্যাচ খেলে চার মেরেছেন ৭টি ও ছক্কা হাকিয়েছেন ৩টি৷ 

ক্রিকেট জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য মতে, শামীম হোসেন পাটোয়ারী ২০২১ সালে জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে বাংলাদেশের হয়ে অভিষেক হয়। অভিষেক ম্যাচে আট নম্বরে নেমে ১৩ বলে তিন চার ও দুই ছক্কার সাহায্যে ২৯ রান করেছিলেন। 

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৪১ ম্যাচ। এর মধ্যে ৩৩ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং নট আউট থেকেছেন ৭ ইনিংসে। সর্বমোট ৪৩৫ বল মোকাবেলায় রান করেছেন ৫৪৪ রান করেছেন। টি-টুয়েন্টিতে তার স্টাইক রেট ১২৫ দশমিক শুন্য ৫। তার মধ্যে সর্বোচ্চ রান ৫১, হাফ সেঞ্চুরি ১টা, চার মেরেছেন ৫০টা আর ছক্কা হাকিয়েছেন ১৮টা। ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের মাঠে ৪২ বলে ৫১ রান টি-টুয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ স্কোর।

এদিকে এশিয়া কাপে ফিনিশারের ভূমিকায় পুরোপুরি ব্যর্থ আরেক নাম উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক৷ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১ বলে ০ রান, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩৪ বলে দুই চারের সাহায্যে ৪১ রান, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ বলে ১ চারের সাহায্যে ১২ রান করেন। 

সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ বলে ২ চারের সাহায্যে ৯ রান, দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৫ বলে ৪ রান ও শেষ ম্যাচে ৯ বলের মোকাবেলায় ৫ রান করেন। এবারের এশিয়া কাপে সব মিলিয়ে ৬৬ বল খেলে ৭১ রান করেন। এশিয়া কাপের ৬ ম্যাচে স্ট্রাইক রেট ১০৭ দশমিক ৫৮। ৬ ম্যাচ খেলে এখনো একটি ছক্কাও মারতে পারেননি, ৬ ম্যাচের মধ্যে তিন ম্যাচে চার মেরেছেন মোট ৫টি, বাকী তিনটিতে বাউন্ডারির দেখা পাওয়ার আগেই সাজঘরে ফেরেন। 

এশিয়া কাপে সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতে অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্ব পালন করা জাকের আলী অনিক ব্যাটসম্যান বা ফিনিশারের ভূমিকায় ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন।

ক্রিকইনফোর তথ্য মতে, জাকের আলী অনিক ২০২৩ সালের এশিয়ান গেমসে মালেশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয়। অভিষেক ম্যাচে সাতে নেমে ১৪ বলে দুই চারের সাহায্যে ১৪ রান করে নটআউট থাকেন।

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৪২ ম্যাচ, এর মধ্যে ৩৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং নট আউট থেকেছেন ১৩ ইনিংসে। সর্বমোট ৫৩১ বল মোকাবেলায় করেছেন ৬৬২ রান। টি-টুয়েন্টিতে তার স্টাইক রেট ১২৪ দশমিক ৬৭। তার মধ্যে সর্বোচ্চ রান ৭২, হাফ সেঞ্চুরি ৩টা, চার মেরেছেন ৩৪টা আর ছক্কা হাকিয়েছেন ৩৮টা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ বলে ৭২ রান টি-টুয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ স্কোর।

প্রবাসীরা বলছেন, ‘আমিরাতে আয়োজিত প্রতি টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীরা চাকরি ও ডিউটি মিস করে দেশকে সাপোর্ট করতে স্টেডিয়ামে আসেন। খেলা দেখতে আসলে যেমন নষ্ট হয় অর্থ, তেমনি নষ্ট হয় সময়। ৫০০০-১৫ হাজার টাকা খরচ করে প্রবাসীরা দলকে সাপোর্ট করতে এসে বার বার হতাশ হয়েই ফিরে যান।’

প্রবাসীদের দাবি, বাংলাদেশ যে কোন টুর্নামেন্টে গেলেই খেই হারিয়ে ফেলে৷ ভারত ও পাকিস্তানের সাথে সহজ ম্যাচকে কঠিন করে হেরেছে। বাংলাদেশের বোলাররা ভালো বল করলেও ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থতার পরিচয় ধরে রেখেছে৷ এবারের এশিয়া কাপ ফাইনাল খেলার দুইটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে বাংলাদেশের খেলা দেখতে দর্শক খুঁজে পাওয়া যাবে না৷

বাংলাদেশ ক্রিকেটে একজন ফিনিশারের অভাবে অনেক ম্যাচ হাত ছাড়া হয়ে যায়। জিতে যাওয়া ম্যাচও হেরে যায় অতি সহজে। ফিনিশারের ভূমিকায় শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী অনিকের ক্যারিয়ার এভাবে চলতে থাকলে বাংলাদেশকে বিকল্প চিন্তা করতে হবে।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   ফিনিশিং   শামীম হোসেন পাটোয়ারী   জাকের আলী অনিক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজার ও মগবাজারে অগ্নিকাণ্ড
নেতৃত্বের অযোগ্যতায় পিছিয়ে পার্বত্য চট্টগ্রাম: সাদিক কায়েম
কুমিল্লায় কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
সমাজ পরিবর্তনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: তাওহিদুল ইসলাম
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
খুলনায় পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মতবিনিময়

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close