বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর স্টেশন রোডের হোটেল সৈকত থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) প্রতিনিধি মো. হাকিম মোল্লা, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সিকদার, প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম অব প্রজন্ম চট্টগ্রামের প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।
এ আয়োজনে সহযোগিতায় ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
কেকে/এমএ