ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজার কেবল ধর্মীয় উৎসব নয়, এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। প্রত্যাশা করি, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করবে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
শিবচরের সন্তান হিসেবে স্মৃতিচারণ করতে গিয়ে রেজাউল করিম বলেন, ‘এই মন্দিরে ছোটবেলায় বহুবার এসেছি। এ মন্দিরের যেকোনো সমস্যায় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা আমার দায়িত্ব।’
তিনি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, ভক্তদের নির্বিঘ্নে পূজা পালনের ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও পুলিশের সর্বাত্মক প্রস্তুতির আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কেকে/ এমএ