পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টায় পৌর সদরের সারুটিয়া মাটিয়াপুল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই নারী কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। শুক্রবার সকালে ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের অদূরে মাটিয়াপুল এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রেল লাইনের নিচে ছিটকে পড়েন তিনি। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার বলেন, ধারণা করা হচ্ছে মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন। নিহতের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
কেকে/ আরআই