মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৫ বাস্তবায়ন উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, টঙ্গীবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ফিরুজ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আপন সরদার, সাংবাদিক আবু বক্কর মাঝি, মাসুম হাসান আফিফ, জসিম শেখ, রাব্বী সরদার।
সভায় মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়ন, নদীতে অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও জেলেদের বিকল্প আয়ের উৎস নিশ্চিতকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা মা ইলিশ রক্ষায় আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জেলেদের সমস্যা ও করণীয় নিয়েও আলোচনা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়; যাতে মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
কেকে/ এমএ