বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত সদস্য জাকের আলী অনিক। ফিনিশারের ভূমিকায় যিনি সব সময় খেলে যাচ্ছেন। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্যও ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপ ২০২৫’-এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছিল। বাংলাদেশের স্কোয়াডে পাওয়ার হিট ও ফিনিশারের ভূমিকায় জাকের আলী অনিক ছিলেন ভরসা।
এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ম্যাচ খেলেছে তিনটি। এছাড়া সুপার ফোরে সুযোগ পাওয়ায় ফাইনালের আগে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে।
উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১ বলে ০ রান, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে ৩৪ বলে দুই চারের সাহায্যে ৪১ রান, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৩ বলে ১ চারের সাহায্যে ১২ রান করেন।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ বলে ২ চারের সাহায্যে ৯ রান, ভারতের বিপক্ষে ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। এবারের এশিয়া কাপে সব মিলিয়ে ৫৭ বল খেলে ৬৬ রান করেন। এশিয়া কাপের ৫ ম্যাচে স্ট্রাইক রেট ১১৫ দশমিক ৭৮। ৫ ম্যাচ খেলে এখনও একটি ছক্কাও মারতে পারেননি, ৫ ম্যাচের মধ্যে তিন ম্যাচে চার মেরেছেন মোট ৫টি, বাকী দুইটিতে বাউন্ডারির দেখা পাওয়ার আগেই সাজঘরে ফেরেন।
সর্বশেষ নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব ও উইকেট কিপারের দায়িত্ব পালন করা জাকের আলী অনিক ব্যাটসম্যান বা ফিনিশারের ভূমিকায় ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন।
ক্রিকেট জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য মতে, জাকের আলী অনিক ২০২৩ সালের এশিয়ান গেমসে মালেশিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয়। অভিষেক ম্যাচে সাতে নেমে ১৪ বলে দুই চারের সাহায্যে ১৪ রান করে নটআউট থাকেন। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৪১ ম্যাচ, এর মধ্যে ৩৬ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং নট আউট থেকেছেন ১৩ ইনিংসে। সর্বমোট ৫২২ বল মোকাবেলায় রান করেছেন ৬৫৭। টি-টুয়েন্টিতে তার স্টাইক রেট ১২৫ দশমিক ৮৬। তার মধ্যে সর্বোচ্চ রান ৭২, হাফ সেঞ্চুরি ৩টা, চার মেরেছেন ৩৪টা আর ছক্কা হাকিয়েছেন ৩৮টা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১ বলে ৭২ রান টি-টুয়েন্টি ক্যারিয়ারে সর্বোচ্চ স্কোর।
বাংলাদেশ ক্রিকেটে একজন ফিনিশারের অভাবে বহু ম্যাচ হাত ছাড়া হয়ে যায়। জিতে যাওয়া ম্যাচও হেরে যায় অতি সহজে। ফিনিশারের ভূমিকায় জাকের আলী অনিকের ক্যারিয়ার এভাবে চলতে থাকলে বাংলাদেশকে বিকল্প চিন্তা করতে হবে।
আমিরাত প্রবাসীরা বলছেন, ‘ফিনিশারের ভূমিকায় বিকল্প কাউকে সুযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে নুরুল হাসান সোহানকে ম্যাচ খেলালে ফলাফল ভালো আসবে। অধিনায়কত্ব বা উইকেট কিপার- দুই দিকেই সোহান অভিজ্ঞতা সম্পন্ন। সোহানের প্রতি বার বার অবিচার করা হচ্ছে। ম্যাচ খেলার সুযোগ পেলে সোহান নিজেকে মেলে ধরতে পারবেন- এটাই প্রত্যাশা প্রবাসীদের।
কেকে/এমএ