বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      সিসিইউতে খালেদা জিয়া      
দেশজুড়ে
গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১০, বাড়িঘর ভাঙচুর
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ১০:১৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ থেকে ৮টি বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এই ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পাঁচ জনের নাম জানা গেছে তারা হলেন, শুক্কুর আলী, আসিফ, নুর ইসলাম, জান্নাত, শাহাদাত। হামলায় আহতদের অধিকাংশই বিএনপি নেতাকর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের বিএনপি নেতা মাহফুজ,আনারসহ কয়েকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু, যুবলীগ নেতা নাজমুল ইসলামসহ কয়েকজনের বিরোধ ছিল। ইতোপূর্বে একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটির হামলায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়।

হামলায় আহত বিএনপি কর্মী শুক্কুর আলী বলেন, আজ সন্ধ্যায় আমরা কয়েকজন বিএনপি নেতাকর্মী স্থানীয় পার্টি অফিসে বসে ছিলাম। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াসসহ কয়েকজন ঈদগাহ মাঠে লোকজন জড়ো করতে থাকে। এক পর্যায়ে বহিরাগত লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা আমাদের পার্টি অফিসে হামলা করে। পরবর্তীতে বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়। এ সময় আতঙ্ক তৈরি করতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে তারা।

তিনি আরও বলেন, আহতদের গ্রাম থেকে বের হতে দিচ্ছে না সন্ত্রাসীরা। আমরা কয়েকজন অনেক কষ্ট করে গ্রাম থেকে বের হয়ে হাসপাতালে এসেছি। হামলায় আহত আসিফ এবং নুর ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে প্রতিপক্ষ হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা পলাতক। আমরা এলাকায় গিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করব এটা কি বিশ্বাসযোগ্য কথা? ইতোপূর্বে তারা নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। আজকেও তারা এরকম একটি নাটক সাজিয়েছে। তাদের হামলায় আমাদের অনেক লোকজন আহত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াস, নাজমুল ইসলাম ও তাদের সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমরা খবর পেয়েছি অন্তত ৭/৮জন বিএনপি নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। হামলায় আহত হয়ে যারা চিকিৎসা গ্রহণ করতে গ্রামের বাহিরে যেতে চাইছে তারা তাদেরকেও বাঁধা দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানাই।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান বলেন, আমাদের হাসপাতালে এখন পর্যন্ত শুক্কুর আলী নামে একজন রোগী এসেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে এখানে ভর্তি রেখেছি।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর পেয়েছি আমরা। শুনেছি এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এদিকে চলতি বছরের ৫ এপ্রিল চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়। এ সময় ৮টি বসতঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   হামলা   আহত   ভাঙচুর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গঙ্গাচড়ায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলন
ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭
পাবনা-৪ আসনে এনসিপির প্রার্থী ড. এমএ মজিদ
ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে কুরআন খতম ও মাহফিল
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ
পঞ্চগড়-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আসাদুজ্জামান নূর
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বুয়েটের প্রতিনিধি দল
নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ শুরু

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close