যশোরের কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তাসহ ৭২ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষাবৃত্তি হিসেবে ১৪ লাখ টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কেশবপুরে ক্ষতিগ্রস্ত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নয় লাখ ৩০ হাজার টাকা, ৭২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে চার লাখ ১১ হাজার টাকা ও ৭২টি স্কুলব্যাগ প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, আইটি অ্যান্ড প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি বজলুর রহমান খান, মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন, কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় ব্রহ্ম, এসএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দীন, পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় চক্রবর্ত্তী, চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার প্রমুখ।
কেকে/ আরআই