সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটি নিয়ে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের সুতাহাটি বাজারে কমিটির একাংশের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুর রউফ। তিনি অভিযোগ করে বলেন, সদ্য পদত্যাগকৃত আহ্বায়ক আব্দুল লতিফ লেবু তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মী কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন তথ্য প্রচার করে আমাদের নতুন কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনমনে ভুল বোঝাচ্ছে সেই সাথে সংগঠনকে দুর্বল করার পাঁয়তারা করছেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, নব গঠিত কমিটি থেকে একাধিক নেতাকর্মীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছেন। যা পরবর্তীতে তারা ফেসবুক লাইভ করে তুলে ধরেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। নতুন কমিটি গঠনের পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পরিবর্তে তারা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। তবে আমরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করব।
সংবাদ সম্মেলনে রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই