হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ (এইচএসটিইউডিএস)-এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ নবী হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থী কাবির আব্দুল্লাহ্।
মঙ্গলবার ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, সদ্য বিদায়ী সভাপতি মো. শাকিল হাসান ও সাধারণ সম্পাদক খাইরুন্নেসা তাকিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কেয়া আক্তার সুলতানা, ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, সৃষ্টি সারাহ বর্মন, সাংগঠনিক সম্পাদক আরনিকা আক্তার (ডিবেট), মাহাবুব ইসলাম (প্রশাসন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামিন ফারিয়া, দপ্তর সম্পাদক মোছা মুনমুন আক্তার, অর্থ সম্পাদক ফাইরুজ মুত্তাকি, ইভেন্ট ও ওয়ার্কশপ সেক্রেটারি প্রিন্স আহমেদ, আইটি সম্পাদক মো. হাবিবুল বাশার, কারিকুলাম সেক্রেটারি তৌহিদা জান্নাত চৌধুরী, হামিমাতুস্ সাদিয়া এবং এইচআরএম সম্পাদক পদে জাহিদ হাসান রয়েছেন।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ নবী হোসেন বলেন, আমাদের লক্ষ্য এইচএসটিইউডিএসকে আরও গতিশীল ও কার্যকর সংগঠনে রূপ দেয়া। জাতীয় প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সর্বোচ্চ স্বীকৃতি অর্জন এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধা, যুক্তি ও নেতৃত্ব বিকাশে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।
সাধারণ সম্পাদক কাবির আব্দুল্লাহ্ বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে সহশিক্ষা কার্যক্রমের প্রসারে কাজ করবে নবগঠিত কমিটি। এছাড়া জাতীয় এবং আঞ্চলিক বিতর্ক অঙ্গনে এইচএসটিইউডিএস তার স্বতন্ত্র ভূমিকা বজায় রাখবে।
উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিতর্কচর্চার একমাত্র সংগঠন ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ (এইচএসটিইউডিএস)। বিতার্কিক তৈরিতে সংগঠনটি নিয়মিত সাপ্তাহিক বাংলা ও ইংরেজি বিতর্কের সেশন পরিচালনা, প্রশিক্ষণ কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও সংগঠনটি নিয়মিত জাতীয়, আন্তর্জাতিক ও টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করে থাকে।
কেকে/ আরআই