টঙ্গীতে বিস্ফোরণে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৬:২৭ পিএম

শামীম আহমেদ | ছবি: প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শামীম আহমেদ (৪০) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অগ্নিকাণ্ডের তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়েছিল। টঙ্গী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শামীম আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত আব্দুল হামিদের পুত্র৷ তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘মঙ্গলবার বিকাল ৩টায় চিকিৎসারত অবস্থায় ফায়ার ফাইটার শামীম মারা গেছেন। তার পরিবারের লোকজন রয়েছে সেখানে। সব জটিলতা শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে গাজীপুরে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের রাসায়নিক গুদামে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।
কেকে/ এমএ