সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, “বিগত সময়ের তুলনায় এ বছর আরো বেশি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।”
উপদেষ্টা জানান, নারায়ণগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দেশের ৩৩ হাজার পূজামণ্ডপে স্থানীয় কমিটি থেকে ৭জন করে স্বেচ্ছাসেবক ও ৮জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, “নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর ঐতিহ্য রয়েছে। এ বছর সেই সম্প্রীতি আরো সুদৃঢ় হয়েছে। পূজার পরিবেশ হবে আনন্দমুখর, নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সভাপতি শংকর কুমার দে'সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেকে/বি