বৌদি শব্দটি পারিবারিক অর্থে আপন হলেও নেটদুনিয়ায় অশ্লীল: স্বস্তিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ এএম
ফাইল ছবি
টালিউডে ফের চমক নিয়ে ফিরলেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার নিজেকে তুলে ধরলেন নতুন রূপে নারী প্রোমোটারের চরিত্রে ‘প্রোমোটার বৌদি’ নামক সিনেমার মধ্য দিয়ে। ছবিটি পরিচালনা করেছেন নবাগত শৌর্য দেব।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির গল্পে, দুই সন্তান ও স্বামী নিয়ে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক নারীর জীবন তুলে ধরা হয়েছে, যাকে পাড়ার সবাই ‘বৌদি’ বলে ডাকে।
আলোচিত অভিনেত্রি স্বস্তিকা মুখার্জি
কিন্তু এ বিষয়ে স্বস্তিকা আক্ষেপ করে বলেন, ‘আগে বৌদি শব্দটি পারিবারিক অর্থে ছিল আপন; অথচ সামাজিক মাধ্যমে এটাকে এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়’।
তাই এই সিনেমায় স্বস্তিকার চরিত্রে সেই পুরোনো মিষ্টি ধারণাকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলে জানান, স্বস্তিকা। নব্বইয়ের দশকের বাণিজ্যিক বাংলা ছবির ছাপ থাকবে এই সিনেমায়। থাকবে নাচ, গান, মারকাটারি সংলাপ ও পারিবারিক টানাপোড়েন।
অভিনেত্রি স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকার ভাষায়, ‘মূলধারার বাণিজ্যিক ছবির স্বাদ ফেরানোর লক্ষ্যেই এই কাজ। পুরো ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়।’
এদিকে প্রথমবার পরিচালনায় আসা শৌর্য দেব জানান, পরিবারকেন্দ্রিক গল্প হলেও ছবিতে বিনোদনের সব উপাদান রাখা হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।