দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করা জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান এবার সংগীত ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো দর্শকের সামনে তিনি জানান, ধীরে ধীরে সংগীত জীবন গুটিয়ে নিচ্ছেন।
বর্তমানে সংগীত জীবনের রজতজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন এই শিল্পী। সেখানে ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে—এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”
তিনি আরও জানান, ইতোমধ্যে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভ করেছেন। ভক্তদের খোঁজাখুঁজির পরও তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পাওয়া যায়নি। যদিও অবসর শব্দটি তিনি উচ্চারণ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, সংগীতে তার নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না।
২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে একক সংগীতে যাত্রা শুরু করেন তাহসান। এর আগে ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’। পরে ২০১২ সালে গঠন করেন নিজের ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ এবং নির্মাণ করেন নিজস্ব স্টুডিও ‘কৃত্যদাসের আবাসে’।
‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, ‘প্রেম তুমি’সহ অসংখ্য জনপ্রিয় গান এখনও ভক্তদের হৃদয়ে সমানভাবে বাজে।
কেকে/ আরআই