জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামে দশানী নদীর ভাঙনের কবল থেকে জামে মসজিদ ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দশানী নদীসংলগ্ন জামে মসজিদের প্রাঙ্গণে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবদুল মালেক, উজান কলকিহারা বেপারী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ শহিদুল্লাহ, আব্বাস আলী, নুর ইসলাম, মোছা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ দিনের প্রবল ভাঙনে আগ্রাসী রূপ ধারণ করেছে দশানী নদী। এরই মধ্যে বহু ফসলি জমি, বসতভিটা ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এখন হুমকির মুখে রয়েছে জামে মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
তারা বলেন, দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্য দ্রুত পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।
এলাকাবাসীর দাবি, নদী ভাঙনের ভয়াবহতা রোধে এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়াবহ পরিণতি দেখা দিতে পারে।
কেকে/ আরআই