বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ২০২৫-২০২৬ মেয়াদকালের জন্য ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
প্রকৌশলী মো. শাহজাহান সিরাজকে সভাপতি ও প্রকৌশলী মো. শাহেদুল আজিমকে (সজল) মহাসচিব করে এ পরিষদ গঠন করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পানি উইং হতে ফরিদপুর বাপাউবো’র মধ্য-পশ্চিমাঞ্চল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) প্রকৌশলী মো. শাহজাহান সিরাজকে সভাপতি এবং বিদ্যুৎ উইং হতে ঢাকা বিউবো’র বৈদ্যুতিক সরঞ্জাম পরিদপ্তরের পরিচালক (তত্ত্ব: প্রকৌ:) প্রকৌশলী মো. শাহেদুল আজিমকে (সজল) মহাসচিব নির্বাচিত করে পানি ও বিদ্যুৎ উইংয়ের প্রকৌশলীদের সমন্বয়ে ২০২৫-২০২৬ মেয়াদকালের জন্য বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৩১ মে রাষ্ট্রপতির আদেশ বলে (পিও ৫৯) ইপিওয়াপদা থেকে পৃথক হয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গঠিত হয়। পরবর্তীতে পানি ও বিদ্যুৎ উইংয়ে কর্মরত স্নাতক প্রকৌশলীদের মাধ্যমে প্রায় ৬০ বছর আগে ঐতিহ্যবাহী বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কার্যক্রম শুরু হয়।
কেকে/এজে