পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কৃষিশিক্ষার বাস্তব প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ছয়টি আবাসিক হলে একযোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কর্মসূচির উদ্বোধন হয় শহীদ তাজউদ্দীন আহমেদ হলে। পরবর্তীতে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে ধারাবাহিকভাবে ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতার মুখোমুখি। বনভূমি ধ্বংস, কার্বন নিঃসরণ বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পৃথিবীর প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। এই প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু একটি সৌন্দর্য বর্ধনের কাজ নয়, এটি জীবনের প্রতীক, পরিবেশ রক্ষার এক শক্তিশালী হাতিয়ার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, হলগুলো একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। এখান থেকেই ভবিষ্যতের কৃষিবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা উঠে আসবে। যদি তাদের আবাসস্থল সবুজে ঘেরা, নির্মল পরিবেশে গড়ে ওঠে তাহলে তাদের চিন্তা, চেতনা ও সৃজনশীলতাও পরিবেশবান্ধব হবে।
কেকে/ আরআই