জাতীয় নাগরিক পার্টির (এনসিপর) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘তুমি কী চাও সেটাই আসল। বাবা-মা কী চান বা দাদা কী চান সেটি মুখ্য নয়।’
শনিবার (১৩ আগস্ট) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের আয়োজিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যে কাজে তুমি দক্ষ, সেটি খুঁজে নাও এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের সাফল্যের পথ আলাদা। পড়াশোনা ভালো না লাগলে সেটা অপরাধ নয়, কিন্তু ভালো মানুষ হওয়া অপরিহার্য।’
তিনি আরও বলেন, ‘সবার বিশ্ববিদ্যালয়ে পড়া বা এ প্লাস পাওয়া জরুরি নয়। কেউ রান্নায় ভালো, কেউ ছবি আঁকায় ভালো, কেউ গান গাইতে পারে— এগুলোও পেশা হতে পারে। গুরুত্বপূর্ণ হলো নিজের যোগ্যতা ও আগ্রহ খুঁজে বের করা। জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা বা ক্যারিয়ার কেবল সম্ভাবনা নষ্ট করে দেয়।
তিনি শিক্ষার্থীদের মানবিকতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আমরা যে যাই হই না কেন— ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী বা অন্য কিছু— আমাদের অন্তত এমন একজন হতে হবে যার কারণে আরেকজন কষ্ট না পায়। অন্যকে সাহায্য করতে না পারলেও অন্তত ক্ষতি যেন না করি।’
দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও জারিন আনানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ইয়াজ মাহমুদ, সিন্ডিকেট সদস্য এবি রুপম।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেবিদ্বার থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
কেকে/এজে