ইতালির রাজধানী রোমে সংঘটিত এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন বিএনপি ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন (৪৫)। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৩০ মিনিটে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, মুখোশধারী একাধিক বন্দুকধারী হঠাৎ করে প্রতিষ্ঠানে ঢুকে নির্বিচারে গুলি চালালে রতনসহ হুমায়ুন কবীর ও মোহাম্মদ ইউনুস নামের ২ বাংলাদেশি আহত হন।
গুলিবিদ্ধ কামরুজ্জামান রতনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনের অবস্থা স্থিতিশীল।
ইতালির বিএনপি নেতারা একে পরিকল্পিত হামলা বলছেন, দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন। এটি ব্যক্তিগত শত্রুতা নয়, সুপরিকল্পিত হত্যাচেষ্টা। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে চরম উদ্বেগ বিরাজ করছে।
বাংলাদেশ দূতাবাস, রোমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দূতাবাস থেকে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একটি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে।
রোম পুলিশ ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম দিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। হামলাকারীদের সিসিটিভি ফুটেজ শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, হামলার কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত না করা পর্যন্ত তদন্ত অব্যাহত থাকবে।
রোমে প্রবাসী বাংলাদেশিদের ওপর সশস্ত্র হামলা সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। কমিউনিটি নেতারা ইতালির আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
কেকে/বি