ভারতের পরবর্তী উপররাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনডিএ-সমর্থিত প্রার্থী ও মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। তিনি বিরোধী প্রার্থী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে হারিয়ে জগদীপ ধনখড়ের পদে নিযুক্ত হয়েছেন।
এদিকে, ৭৫৪টি ভোটের মধ্যে ১৫টি বাতিল হয়। বৈধ ৭৩৯টি ভোটের মধ্যে রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫১ ভোট, আর সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট।
ভোটের ফলাফলে উল্লেখযোগ্য পরিমাণে ক্রস ভোটিং-এর ইঙ্গিত পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে অন্তত ১৯ জন বিরোধী সংসদ এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। এনডিএ একে বিরোধী জোটে বিভাজনের প্রমাণ হিসেবে দেখছেন। যদিও কংগ্রেস দাবি করেছে তাদের ৩১৫ জন সংসদ একসঙ্গে ছিলেন।
কেকে/ আরআই