ময়মনসিংহের ফুলবাড়ীয়া বাজারের যানজট নিরসনে সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
যানজটে নাকাল হয়ে পড়েছে সড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও বাজারের ব্যবসায়ী। এ যানজটের কারণে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। উপজেলা পরিষদের সামনে থেকে ভালুকজান বাজারের ব্রিজ পর্যন্ত প্রতিদিনই যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের। উপজেলা পরিষদের মাসিক সভায় ভোগান্তির বিষয়টি আলোচনায় উঠে আসে।
তাই মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলবাড়ীয়া বাজারে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী মো. আরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেক তাকি তাজওয়ার।
এ সময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামানসহ পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মো. আরিফুল ইসলাম বলেন, ‘রাস্তায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের অভিযান চলবে।’
কেকে/ এমএ