নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে চলমান জেন-জি আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এ অবস্থায় রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
প্রাপ্ত তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ছয়জন ট্রমা সেন্টারে, তিনজন সিভিল হাসপাতালে, তিনজন এভারেস্ট হাসপাতালে, একজন কাঠমান্ডু মেডিকেল কলেজে (কেএমসি) এবং একজন ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে মারা গেছেন।
আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা না গেলেও, বিপুলসংখ্যক আহত চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করায় ট্রমা সেন্টার ও সিভিল হাসপাতাল মারাত্মক চাপের মুখে পড়েছে। রোগীর চাপ সামলাতে না পেরে অনেককে ইতোমধ্যে অন্য হাসপাতালে পাঠানো শুরু হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদেরও অনেকে পরিচয়হীন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
কেকে/এজে