সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে বিজয়ী হিসেবে রউফকে চায় এলাকাবাসী সহ তৃণমূলের নেতাকর্মীরা।
রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা শুধু সংগঠনেই নয়, সামাজিকভাবেও পরিচিত একটি মুখ। তার ওপর রয়েছে রাজনৈতিকভাবে সুপরিচিত একটি পরিবারের পৃষ্ঠপোষকতা।
সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের খেইশ্বর গ্রামের মৃত আবু বক্কার (চেয়ারম্যান) এর ছেলে আব্দুর রউফ। আব্দুর রউফের পিতা ২৮ বছর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি ২০১১ সালে বিএনপি মনোনীত দেয়াল ঘড়ি মার্কায় ভোটের মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। যিনি এলাকার মানুষের আস্থার প্রতীক হিসেবে আজও স্মরণীয়।
এলাকাবাসীর দাবী, আমরা মাদকমুক্ত, সৎ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব চাই। দলীয় স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করবে এমন একজন আহ্বায়ক দরকার। আব্দুর রউফ তেমনই একজন নেতা।
অনেকেই বলছেন, রউফের মধ্যে নেতৃত্ব, অভিজ্ঞতা ও সেবার মানসিকতা সবই রয়েছে। তিনি শুধু নেতা নন, কর্মীদেরকেও তিনি ভালোবাসেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করতে জানেন।
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির কয়েক জন নেতাকর্মীরা জানান, রউফ যখন সদস্য সচিব ছিলেন তখন কমিটি ছিলো সক্রিয়। আমরা আবারও চাই তিনি আহ্বায়ক হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাক।
সিরাজগঞ্জ জেলা কমিটির দায়িত্বরত সদস্যদের কাছে এলাকাবাসীর দাবী, নেশাখোর, মাদকাসক্ত, চাঁদাবাজমুক্ত একটি সুন্দর কমিটি রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলকে উপহার দিবেন।
কেকে/ আরআই