নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে গোসলে নেমে কৌশিক কুমার সাহা (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্য হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কৌশিক নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। দুপুরে সিংড়া পৌর সদরের গোদাউন ঘাটে মামাতো ভাইদের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে যায় সে। কিন্তু সাঁতার না জানায় তাৎক্ষণিক ডুবে যায় সে। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ডুবুরি দল এসে দুপুর ২ টা থেকে খোঁজ চালায়। পরে ৪ টা ৫০ মিনিটে ঘটনাস্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে থেকে কৌশিক কুমারের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত কৌশিক কুমার সাহা রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার স্বপন কুমার সাহার পুত্র ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/ আরআই