বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
শিক্ষা
কাপাসিয়ায় ‘বৈষম্যমুক্ত ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ‘বৈষম্যমুক্ত ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণ সময়ের দাবি: চ্যালেঞ্জ উত্তরণে কাপাসিয়া মডেল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ও কলেজ প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মডিউল কনভেনশন সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়।

কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

বিএনপির নেতা ফম মমতাজ উদ্দিন রেনুর সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. আফলাতুন।

কাপাসিয়া সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হায়দার সবুজের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি একেএম মাজহারুল ইসলাম। 

আরও বক্তব্য দেন ময়মনসিংহ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আক্তারুজ্জামান ফরিদ, বঙ্গতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আওলাদ হোসেন, শরীফ মোমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল কাশেম, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কামারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম, শিক্ষানুরাগী মো. দেলোয়ার হোসেন।

সেমিনারে শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে শিক্ষাক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি। শিক্ষাকে পরিকল্পনা মাফিক বিশ্বমানের প্রতিযোগিতা মূলক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে।’

তিনি তার পিতা আসম হান্নান শাহের অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়নের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিগত দিনের নৈরাজ্য দূর করা হবে বলে জানান। 

‘শিক্ষকরা যে কোন রাজনৈতিক দলের মতাদর্শের হতে পারে, কিন্তু কাউকে শিক্ষাঙ্গনে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রান্তিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হবে।’

এলাকায় পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে, যুব সমাজের কর্মসংস্থান, মাদকমুক্ত শিক্ষাঙ্গন, নারী শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে ন্যায্যতা আদায় সহ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করা হবে বলে শাহ রিয়াজুল হান্নান প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা তুলনা করে বলেন, ‘সময়ের চ্যালেঞ্জ হিসেবে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। যুব সমাজের বেকারত্ব দূর করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের টেলেন্টকে সুযোগ দিয়ে তাদের মননকে বিকশিত করতে হবে। শিক্ষাকে বাদ দিয়ে কিছুই সম্ভব নয়। সুশিক্ষায় শিক্ষিত জাতি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীরাই দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।’

তিনি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে একটি মর্যাদাশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   বৈষম্যমুক্ত গুণগত শিক্ষা   সেমিনার   আসম হান্নান শাহ্  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close